শিরোনাম

মুন্সীগঞ্জে BHRCএর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানুষ মানুষের জন্য

0

অহিদুল  ইসলাম রনি (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)#মুন্সীগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মানবাধিকার কমিশন কার্যালয় বাউসিয়া উন্নয়ন সমিতি মার্কেট, ভবেরচর বাস স্ট্যান্ড, গজারিয়া মুন্সিগঞ্জ ৩৬ তম মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউসিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান, গজারিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মিজানুর রহমান প্রধান, গজারিয়া থানার ওসি তদন্ত মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার ফরাজী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গজারিয়া উপজেলার সহ-সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, মানবাধিকার কর্মী হারুন মোল্লা, আব্দুল খালেক মাস্টার হান্নান খান, হান্নান সরকার,মহবুবুল আলম শাহিন ,বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার প্রেস সচিব আমানুল্লাহ, গজারিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল মামুন মেম্বার, মাহবুবুল আলম শিপলু আবু সালেহ , কেয়া আক্তার,পেয়ারা বেগম, স্মৃতি আক্তার সহ শতাধিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন স্বাধীন দেশে অবাধ বিচরণ, বাক স্বাধীনতা, ধর্ম স্বাধীনতা, সসম্মানে জীবন পরিচালনাই মানবাধিকার। বঞ্চিত নিরীহ মানুষের জন্য এই অধিকারগুলো অর্জন করা সম্ভব হয়নি এ সম্পর্কে সচেতন করার অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য মানবাধিকার সংগঠনের পাশাপাশি দেশের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছে। তার অবিসংবাদিত নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। অথচ এই স্বাধীন দেশে তাকে সপরিবারে হত্যা করা হয়। চরমভাবে লংঘন করা হয় মানবাধিকার। মানবাধিকার প্রত্যেকটি নাগরিকের জন্মগত অধিকার। অধিকার সুরক্ষায় সকলের সহযোগিতা নিয়ে অধিকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.