শিরোনাম

মুন্সীগন্জ – ঢাকা রুটে মুক্তারপুর ব্রিজ ঢাল সংলগ্ন অকেজো বৈদ্যুতিক খুটি হেলে পড়ে যানচলাচলে ত্রুটিসহ মারাত্নক দূর্ঘটনার সম্ভাবনা। 

0

নিজস্ব প্রতিবেদক . (মুন্সীগন্জ নিউজ ২৪ ডট নেট)মুন্সীগন্জ – ঢাকা রুটে মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন মেইন রাস্তায় বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। এতে করে যান চলাচলে বাড়তে পারে অনেকটাই ঝুকি। লক্ষ্য করা যায় বেশ কিছুদিন ধরে এই খুটিটি এই অবস্থার মধ্যে রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ঝুকিপূর্ন এই খুটিটি যেন আসলেই সাধারন মানুষের জন্য দূর্ঘটনার এক মরন ফাদ। মুন্সীগন্জ সহ বহু জেলার সাথে এই সড়কটির সংযোগ হওয়ায়  ছোট বড় শতশত যানবাহন এখানে চলাচল করে আসছে বিরতিহীনভাবে।   গনপরিবহন,  ট্রাক,  সিএনজি,  অটো, মিশুক, ও কাভার্ড ভ্যান সহ অন্যান্য পরিবহন চলাচলে যে কোন সময় আসতে পারে বিপর্যয়।  তাছাড়া ব্রিজের ঢাল থেকে প্রতিটি যানবাহন খুবই গতিসম্পন্ন হয়ে নেমে আসার সময় খুটির সংশ্পর্শ হয়ে দূর্ঘটনা ঘটতে পারে। কতিপয় ট্রাক ও সিএনজি ড্রাইভারদের৷ সাথে কথা বললে তারা জানায়, আমাদের চলাচলের জন্য প্রায় সময় আমরা এটাকে এড়িয়ে চলি এবং রাতের বেলায় প্রায় সময় এটা খেয়াল করার মত হয়ে পড়ে না।  এতে দূর্ঘটনার ঝুকি রয়েছে। বৈদ্যুতিক এই খুটিটিকে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত অপসারনের জোর দাবি জানান। সেই সাথে  বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনে যান চলাচলের উপযোগী করে তোলার জন্য এবং দূর্ঘটনা রোধে উক্ত খুটিটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি সহ সর্বস্তরের জন সাধারন। 

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.