মুন্সীগন্জ পৌরসভার ৬০ টি মসজিদে জীবানুনাশক গেইট নির্মানে ফয়সাল বিপ্লব।।
তোফাজ্জল হোসেন শিহাব (মু্ন্সীগঞ্জ নিউজ 24 ডট নেট ) নভেল করোনা ভাইরাস মােকাবেলার জন্য মুন্সীগন্জ পৌরসভার পৌর পিতা হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব এক নতুন চিন্তাধারার এবং নিজস্ব অর্থায়নে মুন্সীগন্জ পৌরসভার ৬০ টি মসজিদে করোনা ভাইরাস মোকাবেলাও এর ঝুকির পরিমান কমিয়ে আনার লক্ষে জীবানুনাশক গেইট নির্মান কার্যক্রম হাতে নিয়েছেন। যার মাধ্যমে মুসল্লিগন জীবানু মুক্ত হয়ে করোনার ঝুকি
কমিয়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। এটা স্থাপনে অনেকটাই উপকৃত হবে প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের জন সাধারনের। প্রতিটি ওয়ার্ডের ন্যায় ৭ নং ওয়ার্ডের মোল্লাপাড়া দুইটি মসজিদে এবং পূর্বপাড়া মসজিদে স্থাপন করা হয়। মুন্সীগন্জের কাগজ কে তিনি জানান, মুন্সীগন্জ পৌরসভার সার্বিক উন্নয়ন, এবং প্রতিটি দূর্যোগপূর্ন পরিবেশে এবং মহামারি করোনা ভাইরাসের ঝুকি কমিয়ে আনার জন্য তিনি সব ধরনের প্রস্তুতি গ্রহন সহ সার্বিক দিক বিশেষ নজরদারি করে যাচ্ছেন। পূর্বপাড়া জামে মসজিদের জীবানুনাশক গেইট স্থাপনের সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ- সভাপতি জনাব, আওলাদ হোসেন। সেক্রেটারি জনাব অলি মিয়া। সহ সেক্রেটারি জনাব কবিল মিয়া। সহ – কেশিয়ার জনাব মোশারফ হাজারী। অত্র মসজিদের পেশ ইমাম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।।