শিরোনাম

মেঘনায় বাল্কহেড ডুবির ঘটনায় দু’জনের লাশ উদ্ধার

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নিখোঁজ আসলাম ও সন্ধ্যায় মান্নানের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, বাল্কহেড ডুবির ঘটনায় সকাল থেকে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালায়। বিকেল সাড়ে তিনটার দিকে গজারিয়া লঞ্চ টার্মিনালের সামনে নিখোঁজ শ্রমিক আসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় মান্নান নামে আরো এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
রোববার ভোরে গজারিয়া কোস্টগার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে ঢাকার সদরঘাটগামী যাত্রী বোঝাই কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় নাদিয়া নামে বালুবাহী বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.