নিজস্বপ্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোগরাপাড়া এইচ.জি. জি. এস. স্মৃতি সরকারী বিদ্যায়তনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার(২৭ জানুয়ারি)সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত হয়।। এ সময় বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়।
প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোশাররফ হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমারা পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে,সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফ মাসুদ। বিশেষ অতিথি রকিবুর রহমান খান অএ বিদ্যালয়ে একটি নতুন কক্ষ করে দেবেন বলে ঘোষণা দেন।
এ সময় ছাএছাএী, অভিভাবক সহ যুবলীগ, ছাএলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের প্রবেশ পএ ও ফাইল বিতরণ করা হয়।