গজারিয়ায় রংধনু সিএনজি ফিলিং স্টেশন কে এক লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় “রংধনু সিএনজি ফিলিং স্টেশন”-কে ১(এক) লক্ষ টাকা জরিমানা ও ৪ (চারজন) কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান:করেন। ১২ ডিসেম্বর, ২০১৯ তারিখ বৃহস্পতিবার রাত ১০.০০ ঘটিকার সময় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী মহোদয়ের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলু মহোদয় RAB-11, নারায়নগঞ্জ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ-এর সহযোগিতায় “রংধনু সিএনজি ফিলিং স্টেশন”-এ অভিযান চালায়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ”রংধনু সিএনজি ফিলিং স্টেশন”-এর বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ ও লাইন বাই পাসের মাধ্যমে গ্যাস লাইন দেওয়ার সত্যতা পায়। গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ১ (এক) লক্ষ টাকা জরিমানা ও ১. শহিদুল ইসলাম(২৬) ১ মাস, ২. অঞ্জন কুমার (৩০), স্টেশন ইঞ্জিনিয়ারকে ২মাস , ৩. মানিক(৫৫), ম্যানেজারকে ১মাস ও রাসেল(২৪)কে ১মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।