শিরোনাম

রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ব্যাচ -২০১৬ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার

0

রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ব্যাচ -২০১৬ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার

 

মুন্সিগঞ্জ নিউজ ২৪.নেটঃ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ২০১৬ সালের শিক্ষার্থীদের সকলের সহযোগিতায় অত্র ইউনিয়েন তিনটি গ্রামে, বড় রায় পাড়া,আড়ালিয়া, মুদারকান্দির খেটে খাওয়া,দরিদ্র, এবং ছিন্নমূল এরকম  ১৩০ টি পরিবারে মাঝে ঈদের উপহার বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেন,, অত্র বিদ্যালয়ের এস এসসি ব্যাচ-২০১৬ শিক্ষার্থীরা।

এতে যা যা ছিলো,

১.লাচ্ছা ১ প্যাক

২.সেমাই.১ প্যাক

৩.তেল ৫০০ মিলি

৪.চিনি ৫০০ গ্রাম

৫.নুডুস ১ প্যাক

৬ চিপ পিঠা ৫০০ গ্রাম।মুন্সিগঞ্জনিউজ২৪.নেট

এসময় তাদের পক্ষে মেহেদী হাসান রাজু বলেন, 

আমরা যাতে সকল মানবিক কাজে এগিয়ে আসতে পারি সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এবং পাশাপাশি বর্তমান মহামারি করোনা ভাইরাসের জন্য যদি কেউ যদি খাবারের সংকট থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

মোবাইলঃ০১৮৫৩২৬২৭৫০

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.