রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে # এসপি আব্দুল মোমেন
এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জে গজারিয়া থানার উদ্যোগে বুধবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নবীর হোসেন, মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন চৌধুরী, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তযোদ্বা সফিউল্লাহ, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইদ মোঃ লিটন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাক্তার হাজী,বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদজ্জামান জুয়েল,ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ্জুজামান খান জিতু, টেঙ্গার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম ফরাজী, সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আজিমউদ্দিন ফরাজী, মহিউদ্দিন ঠাকুর, মহাতাব উদ্দিন মাসুম জিএস শাহীন রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইলেকট্রিক প্রিন্ট, মিডিয়ার সাংবাদিক সহ অনেকে । প্রধান অতিথি বলেন রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে, রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। উম্মতে মুহাম্মদীর নৈতিক চরিত্র উন্নত করে সাহাবায়ে কিরামের মতো আদর্শ জীবন গঠন করার প্রশিক্ষণ এ মাসেই গ্রহণ করতে হয়। রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। সত্যিকার মুমিন হিসেবে গড়ে ওঠার অনুপম শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাস এ রমজানুল মোবারক।