সাংবাদিক জুয়েল দেওয়ান এর পিতা জলিল আর নেই
এস এম নাসির উদ্দিন মু(ন্সিগঞ্জ নিউজ 24 ডট নেট)# মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা দৈনিক আজকালের প্রতিনিধি মুন্সীগঞ্জ নিউজ 24 ডট নেট এর যুগ্ম বার্তা সম্পাদক ক্রাইম নিউজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক জুয়েল দেওয়ানের পিতা আব্দুল জলিল দেওয়ান 29 মার্চ রোজ রবিবার দুপুর 12 টায় ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজেউন আব্দুল জলিল দেওয়ান সর্বশেষ মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় উপজেলা সমবায় অফিসার হিসেবে কর্মরত থেকে 2003 সালে চাকরি থেকে অবসরে আসেন। এর আগে আব্দুল জলিল তিনবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন । রবিবার দশটার দিকে বুকে ব্যথা অনুভব হলে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার ১২টায় আর নেই বলে জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন। মুন্সিগঞ্জ নিউজ 24.net পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।