সোনারগাঁওয়ে বাকপ্রতিবন্ধির লাশের পাশে এমপি লেয়াকোত হোসেন খোকার সেচ্ছাসেবী টিম
সোনারগাঁওয়ে বাকপ্রতিবন্ধির লাশের পাশে এমপি লেয়াকোত হোসেন খোকার সেচ্ছাসেবী টিম
কামরুল: মঙ্গলবার (২৩জুন) সন্ধ্যা ৬ ঘটিকায় সোনারগাও মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজারে পাশে একজন বাকপ্রতিবন্ধি মারা গেলে স্থানীয় লোকজন এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমকে খবর দেন।খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন কাজে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান। অজ্ঞাত ব্যক্তির লাশটি রাত পোনে দুইটায় কবরস্থানে নেওয়ার পর,একজন ফোনে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় নিশ্চিত করে।
সেই অজ্ঞাত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাক্ষণদী গ্রামের মৃত সুবেদালীর ছেলে রজব আলী,অবশেষে রাত ৩ টা ১০ মিনিটে মৃত ব্যক্তির লাশ, তার ছেলে রফিকুল ইসলাম, মামা ও মেয়ের জামাই)এর কাছে বুঝিয়ে দেওয়া হয়
এমপি লিয়াকত হোসেন খোকা ও তার স্বেচ্ছাসেবক টিম,সোনারগাঁ থানার পুলিশ অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ,সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার,এসআই আঃরব,এসআই সলিমুল্লাহ, সাংবাদিক নুরনবী,কামরুজ্জামান রানা ও ইমরান হোসেনের সাহায্যেয়।