স্বাধীনের ৪৯ বছর পর গজারিয়া ডোবাচরে বিদ্যুৎ সংযোগ!!
আলমগীর হোসেন মিঞা (স্টাফ রিপোর্টার)ঃ মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে অবস্থিত ডোবাচর গ্রাম । স্বাধীনের ৪৯ বছর পরে বিদ্যুৎ সংযোগ পেয়ে ডোবাচর গ্রামের জামে মসজিদে ইমাম মাও. মোহাম্মদ আ.হক বলেন, ডোবাচর বাসী কোনদিন বিদ্যুতের কথা চিন্তা করেনি আজ তাদের ঘরে বিদ্যুৎ এসেছে। এখন থেকে এলাকাবাসী বিদ্যুতের আলোয় কাজকর্ম ও শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবে।
তিনি আরো বলেন, এ গ্রামে বিদ্যুতায়ন করতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আক্তার হোসেন ও হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মাহবুব আলম।
ওই গ্রামের গৃহবধূ আলেয়া বেগম বলেন,
ডোবাচরের মানুষ দূর থেকে আলোর ঝিলিক দেখত। এখন নিজ ঘরে বিদ্যুৎ পেয়ে তারা অনেক খুশি। এ জনপদের বাসিন্দাদের কাছে ল্যাপটপ ও কম্পিউটার চালানো ছিল স্বপ্নের ব্যাপার। এখন তা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।বিদ্যুতের আলো জ্বলতেই খুশিতে আত্মহারা হয়ে ওঠেন এখানকার মানুষজন। সংযোগের সময় উপস্থিত ছিলেন ডোবাচর জামে মসজিদে ইমাম মাও. মোহাম্মদ আ.হক, সুমন মিয়া, আনোয়ার হোসেন, চাঁন মিয়া, তাজুল বেপারী, কালাই মিয়া সহ অনেকে।