হোসেন্দী ইউ পি উপ- নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)# মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে গজারিয়া থানার উদ্যোগে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শান্তির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১ টায় গজারিয়া থানার গোল ঘরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ এসপি সার্কেল ও অফিসার ইনচার্জ হারুন-অর -রশিদ এর আহবানে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ -নির্বাচনে পাঁচ প্রার্থী মমিনুল হক মিঠু, হাজী আক্তর হোসেন,মমিন আলী, কামাল সরকার, রাসেল নির্বাচনে কোনো সহিংসতা করবেনা বলে অঙ্গীকার করেন।