হোসেন্দী হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত
এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ও বর্তমান ছাত্র -ছাত্রীদের নিয়ে গঠিত হোসেন্দী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সভা শুক্রবার সকাল 10 টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের, হাসপাতাল সার্ভিসেস এন্ড ম্যানেজমেন্ট এর পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখা সভাপতি ও সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার মাজহারুল হক তপনের সভাপতিত্বে স্কোয়াড্রন লিডার কিবরিয়া আব্বাসী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি- আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুর রহমান জুয়েল,মমিনুল হক মোয়াজ্জেম হোসেন সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সরকার,জায়েদ হসেন, নাজমুল হুদা, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আক্তার শিল্পী, অর্থ সম্পাদক মুক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, আন্তর্জাতিক সম্পাদক এ এম এম সাইফুল সরকার, ছাত্র কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন, মিডিয়া ও প্রচার সম্পাদক নিজামুদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন,
সমাজ কল্যাণ সম্পাদক আমানুল্লাহ, ক্রীড়া সম্পাদক শাহজাহান বাবুল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, আমির আলী, মিজানুল হক, কামরুন্নেসা পারভীন অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হোসেন্দী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাজহারুল হক তপন বার্ষিক কর্মপরিকল্পনা সংগঠনের গঠনতন্ত্র সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।