১৩৫ বছরের তৈয়ব আলী চশমা ছাড়াই কুরআন পড়েন।
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ সিলেটের কুশিয়ারা নদী আর হাকালুকি হাওরের পাড় ঘেঁষা উপজেলা ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের পশ্চিম যুধিষ্ঠিপুর গ্রামের বাসিন্দা তৈয়ব আলী। বয়স ১৩৫ বছর। চশমা ছাড়াই পবিত্র কোরআন শরীফ পড়তে পারেন তৈয়ব আলী। যেখানে থাকলে খাঁটি সিলেটি ভাষায় কথা বলা যাবে সেখানেই জীবনের শেষ সময়টুকু কাটাতে চান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ দাবি করা সিলেটের তৈয়ব আলী। তিনি বলেন, আমি কোথাও গেলে আমার সঙ্গে দুইজন লাগে। একা একা হাঁটাচলা করার সময় শেষ। তাই জীবনের শেষ সময়টুকু শান্তিতে একটা জায়গায় থাকতে চাই। নিজের ও পরিবারের হিসেব অনুযায়ী তার বয়স ১৩৫ বছর।