শিরোনাম

BHRC বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল উপহার.

বাংলাদেশ মানবাধিকার কমিশন

0

অহীদুল ইসলাম রনি গজারিয়া প্রতিনিধি(মুন্সীগঞ্জ নিউজ) # মানুষ মানুষের জন্য এই শ্লোগানে কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা ঠিক সেই সময়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল উপহার দেয়া হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মাজারুল হক তপনের সার্বিক সহযোগিতায় কম্বল উপহার হিসেবে প্রদান করা হয়।   বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তর বিশেষ প্রতিনিধি বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা,বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা সভাপতি ও বাউসিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আহম্মেদ ফরাজী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মহিলা ইউনিটের সভাপতি অধ্যাপক ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, মানবাধিকার কমিশন ভবেরচর ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম টেংগারচর ইউনিয়নের সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শামসুল ইসলাম, মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার কার্যকরী সদস্য ছাত্রলীগ নেতা হারুন-অর-রশিদ মোল্লা
, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, ভবেরচর ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা, মানবাধিকার কর্মী গজারিয়া ইউনিয়নের ইউপি সদস্য সেলিম চৌধুরী, ইমামপুর ইউনিয়নের ইউপি সদস্য সুমি আক্তার,স্মৃতি আক্তার রোকেয়া খাতুন কেয়া প্রমূখ। বক্তারা বলেন কে মানবাধিকার কর্মী যে সৎ উপার্জন করে উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন এবং নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান সেই মানবাধিকার কর্মী। মানবাধিকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে— তাহলে সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.