BHRC বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল কমিটি অনুমোদিত
বাংলাদেশ মানবাধিকার কমিশন,বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল
আক্তার হোসেন ( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # বাংলাদেশ মানবাধিকার কমিশন ,গজারিয়া,মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী সিরাজদিখা,লৌহজং ,শ্রীনগর উপজেলা ,মেঘনা উপজেলা,দাউদকান্দি উপজেলা,মতলব উত্তর উপজেলা সহ ৯টি উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল কমিটির অধ্যাপক ডা. মাজহারুল হক তপন-সভাপতি,গোলাম কিবরিয়া মোল্লা-নির্বাহী সভাপতি, এস এম নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কাযনির্বাহী কমিটি এবং গজারিয়া উপজেলার দুই বারের সফল চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মানবতাবাদী মানবাধিকার কর্মী মোঃ রেফাযেত উল্লাহ খানকে প্রধান উপদেষ্টা,এলজিইডির প্রকল্প পরিচালক-প্রকৌশলী মামুনুর রশিদকে উপদেষ্টা , মেঘনা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদারকে-উপদেষ্টা,সিরাজদিখা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন -উপদেষ্টা,অমিকন গ্রূপের এম ডি শরিফ-উল-আলম(রঞ্জ)কে উপদেষ্টা,স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার –আশরাফুজ্জামান-উপদেষ্টা,শাহ শের আলী গ্রূপের চেয়ারম্যান আলহাজ্ব ড.আব্দুল মান্নানকে-উপদেষ্টা করে গত ৯ জানুয়ারী ২০২০ খ্রি. বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার কমিটি অনুমোদন করেছেন।