শিরোনাম

BHRC ১৫ সদস্যের প্রতিনিধি দল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা

বাংলাদেশ মানবাধিকার কমিশন

0

এস এম নাসির উদ্দিন( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # বাংলাদেশ মানবাধিকার কমিশনের ১৫ সদস্যের প্রতিনিধি দল (বিশিষ্ট মানবাধিকার কর্মী) ৬ নভেম্বর ২০২২ লন্ডনের  উদ্দেশ্যে   ঢাকা ত্যাগ করেন। লন্ডন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন—২০২২—এ যোগদানের জন্য  বিএইচআরসি যুক্তরাজ্য জাতীয় শাখা এই সম্মেলন এবং কর্মশালার আয়োজন করছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন—আইএইচআরসি’র ইন্টারন্যাশনাল সেক্রেটারী জেনারেল এবং বিএইচআরসি’র প্রতিষ্ঠাতা ড. সাইফুল আই. দিলদার এই মানবাধিকার দলের নেতৃত্ব দিচ্ছেন। ৬ নভেম্বর ২০২২ থেকে সম্মেলন শুরু হবে এবং আগামী ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত টানা নয় দিন এই সম্মেলন চলবে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর যথাক্রমেঃ লন্ডন, বার্মিংহাম, সাসেক্স, সাউথ ওয়েলস, ম্যানচেস্টার এবং নিউ ক্যাসেলে এই সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। মানবাধিকার সম্মেলন ও কর্মশালায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীগণ যোগ দিবেন। মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের বিএইচআরসি’র বিভিন্ন শাখা পরিদর্শন ছাড়াও কর্মশালা এবং হাতেখড়ি মানবাধিকার শিক্ষা দেয়া হবে।

বিএইচআরসি’র সেক্রেটারী জেনারেলকে বিমানবন্দরে বিদায় সংবর্ধনা জানাতে বিএইচআরসি’র ডেপুটি গভর্নর এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, বিএইচআরসি’র বিশেষ প্রতিনিধি এবং ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.